Mohammad Salahuddin
মোহাম্মদ সালাহ উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেন।মোহাম্মদ সালাহ উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে প্রশাসনে বিভিন্ন স্তরে কাজ করেছেন। সালাহ উদ্দিন সচিবালয়ের বিভিন্ন স্তরে সিনিয়র সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড় ও ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে নিয়োগ পান। তিনি ২০২২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিযুক্ত হন।